সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২১

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ির নিচ থেকে জজ কোর্ট এর কর্মচারীর মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

গত ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ির নিচ থেকে জজ কোর্ট কর্মচারী বিল্পব তালুকদারের মোটর সাইকেলটি চুরি হয়েছে। পরে তিনি আশপাশ এলাকার সকল স্থানে খোঁজাখোজি করে মোটর সাইকেলের কোন সন্ধান না পেয়ে এসএমপির কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ-০১-০৩-২১ ইং।

মামলা সূত্রে জানা গেছে,  জজ কোর্ট কর্মচারী বিল্পব তালুকদার প্রতিদিনের ন্যায় তার ইয়ামা এফ জেড ভার্সন-৩ মোটরসাইকেল যাহার চ্যাসিস নং- RG642001116, ইঞ্জিন নং- G3L5E0151306 জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ির নিচে রেখে যান। কিন্তু ওই দিন তিনি অফিস শেষে দেখতে পান মোটর সাইকেলটি রক্ষিত নেই। তবে মোটরসাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পরছে।

Manual3 Ad Code

চুরি হওয়া মোটরসাইকেলটি ফিরে পেতে সচেতন মহল সহ প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন বিল্পব তালুকদার।

Manual1 Ad Code

যদি কোন লোক মোটর সাইকেলটির সন্ধান পান তাহলে কোতোয়ালী অথবা বিল্পব তালুকদারের ০১৭৩২৫৯৯৪৪১ নম্বারের যোগাযোগ করার অনুরোধ করা হলো।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..