ছাতকে বহিরাগত হিজড়াদের চাঁদাবাজি: স্থানীয়দের মারধর, থানায় অভিযোগ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

ছাতকে বহিরাগত হিজড়াদের চাঁদাবাজি: স্থানীয়দের মারধর, থানায় অভিযোগ

Manual4 Ad Code

ছাতক সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় বহিরাগত হিজড়াদের বিরুদ্ধে অবৈধ ভাবে চাঁদাবাজি ও স্থানীয় হিজড়াদের মারধর করার অভিযোগ উঠেছে। সম্পতি ছাতক থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুনামগঞ্জ হিজড়া কল্যাণ সংস্থার সুমনা আক্তার (কালা)।

Manual2 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের প্রায় চারশত জন হিজড়া জনগোষ্টীর সদস্য জেলার সকল উপজেলার বিভিন্ন বাজারে মানুষের কাছ থেকে সাহায্য-সহযোগীতা নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। মানুষের সাহায্য নিয়েই শান্তিতে বসবাস করছে তারা।

Manual4 Ad Code

কিন্তু কিছু দিন থেকে চাঁদপুরের রহিমা হিজড়া, কুমিল্লার ময়না হিজড়া, সিলেটের মিতু হিজড়া, আব্দুল্লাহ উরফে মাধবী, রাসেল উরফে ডায়মন্ড হিজড়াসহ একটি চক্র একত্রিত হয়ে তারা নিজেদের স্থানীয় হিজড়া দাবি করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। স্থানীয় হিজড়াদের মুখের আহার কেড়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের এমন চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় হিজড়াদের মারধর করেন ময়না হিজড়ার সহযোগি ছিনতাইকারী আলমাছ। এই হামলার পর থেকে স্থানীয় হিজড়ারা বহিরাগতদের ভয়ে রাস্তায় বের হতে পারছে না। না খেয়ে বাসায় নিরবে কান্না করছে স্থানীয় এই অসহায় হিজড়া জনগোষ্টী।

অভিযোগে প্রকাশ ছাতক উপজেলার একটি বখাটে চক্র গবিন্দগঞ্জ এলাকায় এই বহিরাগত হিজড়াদের থাকার স্থান দিয়ে এবং তাদের কাছ থেকে অবৈধ ফাঁয়দা হাসিল করছে। এই চক্রটি বহিরাগতদের পক্ষপাতিত্ব হয়ে স্থানীয় হিজড়াদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যার ফলে বহিরাগত হিজড়ারা বেপরোয়া হয়ে ছাতক-দোয়ারাসহ বিভিন্ন এলাকায় দেদারছে চাঁদাবাজি করছে। এ নিয়ে সিলেট বিভাগীয় হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়ার কাছে একাধিক বার বিচার প্রার্থী হলেও কোন সুরাহা পায়নি সুনামগঞ্জ হিজড়া কল্যাণ সংস্থা।

ময়না হিজড়া এর আগে সিলেটের শিববাড়ি এলাকায় সহযোগী আলমাছকে নিয়ে বসবাস করছিলো। সেখানে বিভিন্ন অসামাজিকতার দায়ে স্থানীয় এলাকার লোকজন তাদেরকে তাড়িয়ে দেন। সেখান থেকে তাড়া খেয়ে ছাতকের বখাটে চক্রের সাথে হাত মিলিয়ে গবিন্দগঞ্জে। এরপর ময়নার হাত ধরেই ছাতকে অবস্তান করেন অন্যান্য বহিরাগত হিজড়ারা। বর্তমানে তারা ছাতক এলাকার সর্বত্রই শুরু করেছে চাঁদাবাজি। তাদের যন্ত্রণায় অতিষ্ট স্থানীয় ব্যবসায়ীরা।

Manual8 Ad Code

ছাতকে অবস্তানকারী বহিরাগত হিজড়াদের চাঁদাবাজি বন্ধে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন সুনামগঞ্জ হিজড়া কল্যাণ সংস্থার সুমনা আক্তার (কালা) হিজড়া।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..