তামান্না হত্যা: জোর করে মামুনের সাথে বিয়ে দিয়েছিলেন ইনসুরেন্সের পারভীন

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

তামান্না হত্যা: জোর করে মামুনের সাথে বিয়ে দিয়েছিলেন ইনসুরেন্সের পারভীন

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় দক্ষিণ সুরমা থা’নার লালাবাজার ইউনিয়নের ফুলদি এলাকার মে’য়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লা’শ উ’দ্ধার করে পু’লিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।

তামান্না হ’ত্যার পর থেকে বিভিন্ন বিষয় বের হয়ে আসছে তামান্নার পরিবারের স্বজনদের মুখ থেকে। তামান্নার মা অ’ভিযোগ করে বলেন, সিলেটের মেঘনা লাইফ ইনসুরেন্সে কর্ম’রত শাহনাজ পারভীন তাদেরকে বিভিন্ন প্রলো’ভন দেখিয়ে মামুনের সাথে বিয়ে দিতে জো’র করেন। মামুনের সিলেটে নিজস্ব বাসা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে বলেন শাহনাজ পারভীন।

Manual6 Ad Code

নি’হতের মা বলেন, শাহনাজ পারভীন মামুনের খালা ছিলেন বলে পরিচয় দেন তাদের কাছে। এমনকি মামুনের বাড়ি বরিশালে ছিলো সেটিও তিনি গো’পন রাখেন। আইডি কার্ড দিয়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা বলে জানান তিনি। কিন্তু এখন খবর পাওয়া যায় মামুনের আইডি কার্ড ভু’য়া ছিলো। এমনকি সে বিবাহিত ছিলো আর তার একটি সন্তানও ছিলো সেটিও গো’পন রাখেন শাহনাজ পারভীন বলে জানান নি’হত তামান্নার মা।

এদিকে, সোমবার (২৩ নভেম্বর) রাতে নি’হতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কোতোয়ালি থা’নায় মা’মলা ( নং ৫৮) দায়ের করে। মা’মলায় নি’হতের স্বামী মো. আল মামুনসহ ৬ জনকে আ’সামি করা হয়েছে। মা’মলায় মামুন ছাড়াও অন্য আ’সামিরা হলেন- এম’রান, পারভীন, মাহবুব সরকার, বিলকিস ও শাহনাজ। এছাড়া অ’জ্ঞাতনামা আরও কয়েকজনকে আ’সামি করা হয়েছে।

Manual6 Ad Code

এরপর সোমবার (২৩ নভেম্বর) রাতে গো’পন সংবাদের ভিত্তিতে এজহার নামীয় ২নং আসামী এম’রানকে কোতোয়ালি থা’নাধীন সোবহানীঘাট এলাকা থেকে গ্রে’ফতার করে পু’লিশ। বাকিরা এখনো পলাতক রয়েছেন বলে জানা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ সেলিম মিঞা। তিনি বলেন বাকি আসামীদেরও গ্রে’প্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পু’লিশ।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..