সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭
শনিবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর। প্রথম দিনেই গেলবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। জয় পেয়েছে রংপুর রাইডার্সও। রাজশাহী কিংসকে হারিয়েছে তারা। রোববার বিপিএলের দ্বিতীয় দিনে দুপুর ২টায় আবার মাঠে নামছে সিলেট, প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৭টায় ঢাকার মুখোমুখি হবে খুলনা টাইটান্স।
ফ্র্যাঞ্চাইজি বাতিল হওয়ায় গত আসরে ছিল না সিলেট। এবার নতুন মালিকানায় তারা আবার ফিরে এসেছে। নাসির হোসেনের নেতৃত্বে প্রথম ম্যাচেই তারা জয় পেয়েছে শক্তিশালী ঢাকার বিরুদ্ধে। কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান, কাইরন পোলার্ডের মত ব্যাটসম্যান থাকার পরও মাত্র ১৩৬ রানেই আটকে যায় ঢাকার ইনিংস। এরপর উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটিং বীরত্বে ২২ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় সিলেট।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে রংপুর রাইডার্সের হিসেবি বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান করে রাজশাহী কিংস। ড্যারেন স্যামির চতুর অধিনায়কত্বও ম্যাচ জেতাতে পারেনি রাজশাহীকে। শুরুতেই রংপুরের দুই উইকেট তুলে নিলেও মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস ও রবি বোপারার ব্যাট বিপর্যয় বাড়তে দেয়নি। ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় রংপুর।
প্রথম ম্যাচে জয়ের স্মৃতি নিয়ে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে সিলেট। আর খুলনা টাইটান্সের বিপক্ষেই জয়ের ধারায় ফেরার চেষ্টা থাকবে ঢাকার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd