নগরীর সুবিদবাজারে গৃহবধূর আত্মহত্যা : পরিবারে দাবী হত্যা

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭


Manual8 Ad Code

সিলেটে নগরীতে মানসিক চাপ সহ্য করতে না পেরে লিজা বেগম (২৩) নামের গৃহবধু আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার নগরীর সুবিদবাজারের কর্নার ভিউয়ে রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পুলিশ ৩রা নভেম্বর শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে।

Manual4 Ad Code

আত্মহত্যাকারী গৃহবধু বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুরের তমসির আলীর মেয়ে। গত আগস্ট মাসে বরলেখার হাটবন গ্রামের আমেরিকা প্রবাসী মাহতাবউদ্দিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের একমাস পর মাহতাব আমেরিকা চলে যায়। এরপর থেকে লিজা মাহতাবের পরিবারের সাথে সুবিদবাজার কর্নার ভিউয়ের ৭ম তলার ফ্লাটে বসবাস করতো। মাহতাব এর আগে একটি বিয়ে করে।

প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করলেও এখন লিজাকে ডিভোর্স লেটারে স্বাক্ষর করতে বলে মাহতাব। এই চাপ সহ্য করতে না পেরে লিজা আত্বহত্যা করেছে বলে জানা গেছে।  তবে, লিজার মামা ইকবাল আহমদ জানান, লিজাকে তার শশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন বলেন, হত্যা না আত্বহত্যার ঘটনা জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা হয়নি।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..