আত্মহত্যার পূর্বে ফেসবুকে যা লিখেছিলেন হবিগঞ্জের পুলিশ সদস্য কুদ্দুস

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

আত্মহত্যার পূর্বে ফেসবুকে যা লিখেছিলেন হবিগঞ্জের পুলিশ সদস্য কুদ্দুস

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মাহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে।  বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক।

Manual8 Ad Code

কুদ্দুস ফেসবুকে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না।

Manual5 Ad Code

তিনি আরো লিখেছেন,  ‘প্রাণটা পালাই পালাই করছে। তবে, সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, ‘আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কি না সঠিকভাবে খবর নিবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোযকের (দোযখ) মতো। সুতরাং সকল সম্মানীত অভিভাবগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবনে। আল্লাহ হাফেজ।’

Manual1 Ad Code

স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তর বিভাগ এসটিএফ) মিরপুর-১৪, ঢাকা।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..