সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে আইনজীবীর ভূয়া পরিচয়ে প্রতারণা করার সময় আটক করা হয়েছে দালাল ছালেক আহমদ ছালিক (৪০) কে। সে জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মছব্বিরের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীরর শাহপরাণ (রহ.) থানার কল্লগ্রামে বসবাস করছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং বার হল থেকে ওই দালালকে আটক করা হয়। বর্তমানে সে আইনজীবী সমিতির কার্যালয়ে রয়েছে। তার বিরুদ্ধে এসএমপি’র কোতয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনজীবী সমিতি সূত্র।
সূত্র আরও জানায়, আইনজীবী পরিচয় দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট তানভীর আক্তার খানের সাথে প্রতারণা করতে আসে ছালিক। তখন তার কতাবার্তা সন্দেহ হলে তার আইনজীবী পেশার পরিচয়পত্র দেখানোর কথা বললে, সে ওই আইনজীবীর উপর ক্ষিপ্ত হয়ে মারার চেষ্টা করে। তাৎক্ষনিক জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীরা তাকে আটক করেন।
এর পূর্বে গত ১৪ জানুয়ারি ছালিক আইনজীবী সেজে প্রতারণা করার সময় তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়া হয়। বর্তমানে সে জামিনে এসে পুনরায় আইনজীবীর ভূয়া পরিচয় দিয়ে লোকজনের সাথে প্রতারণা করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd