‘সাদা পাথর’ যাত্রা শুরু করেছে ট্যুরিস্ট বাস

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

‘সাদা পাথর’ যাত্রা শুরু করেছে ট্যুরিস্ট বাস

Manual8 Ad Code

সিলেট :: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সাদা পাথর’ ট্যুরিস্ট বাস। যাত্রীসেবার অঙ্গিকার নিয়ে রবিবার দুপুরে উদ্বোধন করা হয় এই বাসের। এসি, নন এসি দুই ধরণের বাসই চলবে এই সড়কে। সিলেট নগরীর মজুমদারি থেকে ভোলাগঞ্জের পর্যটনকেন্দ্রখ্যাত সাদাপাথর এলাকায় যাত্রী নিয়ে যাবে এই বাস।

Manual7 Ad Code

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।

নগরীর মজুমদারিতে এর আগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড়-রাধানগর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিমাদ আহমদ রুবেলের সভাপতিত্বে এবং মালিক সমিতির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাদা পাথর পরিবহনের সভাপতি এটিএম শোয়েব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের উন্নয়নে চার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে। সিলেট-ভোলাগঞ্জ সড়কের পাশেই নির্মিত হচ্ছে হাইটেক পার্ক। এছাড়া রাস্তার কাজ শেষ হওয়ায় দিন দিন ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পর্যটকের সংখ্যাও বাড়ছে। ভবিষ্যতে ভোলাগঞ্জে স্থলবন্দরও হবে। সবমিলিয়ে সিলেট-ভোলাগঞ্জ সড়কে পরিবহন ব্যবসার ভালো সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক বলেন, পরিবহন মালিকদের শুধু ব্যবসার কথা চিন্তা করলে চলবে না। সবার আগে যাত্রীসেবার মান নিশ্চিত করতে হবে। সেবা বাড়লে যাত্রীও বাড়বে। এতে পরিবহন মালিকরা ব্যবসায়ীকভাবেও লাভবান হবেন।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কে দু’তলা বিআরটিসি বাস চালু হয়েছে। বিআরটিসি বাস চলাচলে কেউ বাধা দিতে পারবেন না। সেবা আর গুণগত মান দিয়ে প্রতিযোগিতা করতে হবে। যার সেবার মান ভালো হবে যাত্রীরা তাদের বাসেই চড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট চেম্বারের পরিচালক এহতেশামুল হক চৌধুরী, আবদুর রহমান জামিল, পিন্টু চক্রবর্তী, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ, সমাজসেবী বজলুর রহমান বাবুল, আকরার আহমদ, পিয়ার আহমদ, শাহবাজ মিয়া, পরিবহন নেতা দেলোয়ার হোসেন দিলু, মনোয়ার হোসেন, খলিল আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, সিলেট-ভোলাগঞ্জ (সাদাপাথর) সড়কে প্রতিদিন ২৬টি বাস চলাচল করবে। এর মধ্যে ৫টি এসি ও ২১টি ননএসি বাস রয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..