সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে অভিযুক্ত ওই স্বামীর বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার নয়াগাঙ্গের পাড় এলাকার আব্দুল করিম উরফে গেদা মিয়া (৮০)। শনিবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পুলিশের হাতে আটক ছেলেটির নাম শফিক। সে গতকাল শনিবার ভোরে তার নিজের স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করেই শফিকের বৃদ্ধ বাবা গতরাতে হৃদরোগে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গেদা মিয়ার ছেলে শফিক তার স্ত্রী মুন্নী আক্তারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। ছেলের এমন অপকর্মের ঘটনাকে কেন্দ্র করে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত সাড়ে ৮টার দিকে শফিকের পিতা গেদা মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল রোববার স্থানীয় সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, ছেলের এমন নির্মম ঘটনা জানতে পেরে শফিকের পিতা গেদা মিয়া হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd