সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিপিএল’র টিকেট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ঘন্টাখানেক অপেক্ষার পরও বিক্রি শুরু না হওয়ায় বিশৃঙ্খলা শুরু করেন দর্শকরা। তারা কাউন্টার লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বেশ কজন দর্শক আহত হন। এর পর শুর হয় টিকেট বিক্রি।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকেট বিক্রি। ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে স্বজনপ্রীতির। এমনকি কর্মকর্তারা দালালদের হাতে তুলে দিচ্ছেন টিকেট, যা চড়া দামে বিক্রি করা হচ্ছে।
টিকেট বিক্রেতাদের একজন জানান, ৩১ অক্টোবর টিকেট বিক্রির জন্য ঢাকা থেকে ৬ জন আসলেও আজ এই সংখ্যা বাড়িয়ে ১০ জন করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি গৌছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাইরে থেকে দুর্বৃত্তদের ছোড়া ইট পাটকেলের আঘাতে ভেতরে থাকা টিকেট প্রত্যাশী নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd