গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যাহার নং -(১৬৭) তারিখ ০৪-০৯-২০১৯ ইং। সিলেট সদর উপজেলার একজন যুবলীগ নেতা জিডিটি করেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় চলিত বছরের আগস্ট মাস হইতে অদ্যবধি পর্যন্ত majeda ahmed koli নামীয় ফেইসবুক আইডি যাহার লিংক
https://www.Faceboo.com/jamila.safa.79 হইতে বিভিন্ন লোকজনের ফেইসবুক আইডিতে ট্যাগ করিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করিয়া বিভিন্ন ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য লিখিয়া মাজেদা আহমদ কলি নামের ফেইসবুক আইডি থেকে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করিয়া আসিতেছে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন যুবলীগের এই নেতা।
Sharing is caring!