গোয়াইনঘাটে আছদ্দর ডাকাত বোপরোয়া

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

গোয়াইনঘাটে আছদ্দর ডাকাত বোপরোয়া

Manual6 Ad Code

সিলেটর গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের লাবু গ্রামের মৃত আম্বর আলীর ছেলে আছদ্দর আলী (ডাকাত) বোপরোয়া। কিন্তু গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে শুরু করে তার অপরাধ।

জানা গেছে- আছদ্দর কয়েক দিন নিরব থাকলেও বর্তমানে সে বেপরোয়া হয়ে উঠেছে। চুরি-ডাকাতির পাশাপাশি চালিয়ে যাচ্ছে এলাকায় নানান সড়যন্ত্র। তার অত্যাচারে অতিষ্ট এলাকার শান্তিমাকী মানুষজন।

Manual3 Ad Code

আছদ্দরের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় যত ডাকাতির মামলা রয়েছে- মামলা নং- ১৭ তারিখ ১৬/ ০৮/১০ ইং। মামলা নং- ০৩/ তারিখ ০৬/০৫/২০০৯। মামলা নং- ১৯/ তারিখ২৭/১০/২০০৫। মামলা নং- ০১ তারিখ ০৪/০৯/২০০৫ ইং। মামলা নং- ০২ তারিখ ০১/০৭/২০১৭ ইং। মামলা নং- ২৫ তারিখ ২৮/০৩/১৪ ইং। মামলা নং- ২২ তারিখ ২২/০২/২০১৪ইং। মামলা নং- ১১ তারিখ ২৫/০৫/২০০৮ ইং। বর্তমানে সকল মামলা চলমান রয়েছে।
এই মামলাবাজ ও ডাকাত আছদ্দরের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..