গোয়াইনঘাটে সংঘর্ষে আশঙ্কাজনক তিনজনের মধ্যে একজনের মৃত্যু, এলাকায় উত্তেজনা বিরাজ

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

গোয়াইনঘাটে সংঘর্ষে আশঙ্কাজনক তিনজনের মধ্যে একজনের মৃত্যু, এলাকায় উত্তেজনা বিরাজ

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়ছে। তার নাম রহিম উদ্দিন (২৫)। তিনি উপজেলার লাকী গ্রামের মৃত ওহাবের পুত্র। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন আছে।

পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে রহিম উদ্দিনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে তোয়াকুল বাজারের পশ্চিম দিকে পূর্ব শত্রুতার জের ধরে ওঁৎ পেতে থাকেন লাকী গ্রামের মৃত আবদুল মুতলিবের ছেলে রহিম (২৮) ও তার সহযোগীরা।

এসময় লাকী গ্রামের মছব্বির, কছিরসহ ৫-৬ জন লোক তোয়াকুল বাজারে আসার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে রহিম ও তার সহযোগীরা মছব্বির ও কছিরসহ তার সাথের লোকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Manual4 Ad Code

এতে উভয়পক্ষের প্রায় ২০জন আহত হন। আহতদের মধ্যে মছব্বিরের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় উত্তেজিত হয়ে রহিম ও তার লোকজন লাকী গ্রামে প্রবেশ করে মনির উদ্দিনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ঘর দরজা ভাংচুর করে।

Manual7 Ad Code

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..