সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে তক্ষক পাচারকারী আন্তঃ জেলা চক্রের মুলহোতা বাবুল (৪৮) মিয়াকে তক্ষকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (২৯ মার্চ) গভীর রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের দুধপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাবুল মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঠাল রাজবাড়ী গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তক্ষক পাচারকারি চক্রের মুল হোতা বাবুল দুধপুর গ্রামে তক্ষক বিক্রির জন্য নিয়ে আসে। শুক্রবার দিনগত রাতে এস আই আমিনুলের নেতৃত্বে ডিবি পুলিশেরর একটি চৌকশ দল ওই গ্রামে অভিযান চালায়। তখন স্থানীয় একটি চক্রের সাথে তক্ষক বিক্রির লেনদেনের মুহুর্তে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় চক্রটি দৌড়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থল থেকে তক্ষকসহ বাবুলকে আটক করে।
এ ব্যাপারে ডি বি ওসি কাজী মুক্তাদির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তক্ষক পাচারকারী বাবুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd