দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স চালক নিহত

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স চালক নিহত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে বাসের ধাক্কায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সের এক চালক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন (২৫) বিশ্বনাথের চান্দু গ্রামের বাসিন্দা। শুক্রবার সকার ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে শায়েস্তাগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছিলেন আলী হোসেন। তেলিবাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা শাহজালাল পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে।

Manual3 Ad Code

লাশের সুরতহাল রিপোর্ট তৈরিকারী দক্ষিণ সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব পাল বলেন, বাসের ধাক্কায় মাথায় ও বুকে আঘাত পেয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে অ্যাম্বুলেন্সের এক যাত্রী আহতও হন। পুলিশ বাসটি আটক করেছে বলে জানান রাজীব।

Manual7 Ad Code

এদিকে, ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় আলী হোসেনর গ্রামের বাড়িতে তাঁর জানাযা ও দাফন সম্পন্ন হয়। এ ঘটনার বিচার দাবিতে বিকেলে নগরীতে বিক্ষোভ করেন অ্যাম্বুলেন্স চালকরা।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..