নগরীর শেখঘাটে ছুরিকাঘাতে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

নগরীর শেখঘাটে ছুরিকাঘাতে যুবকের আত্মহত্যা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর শেখঘাটে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম তানভির আহমেদ (৩৫)। আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘শেখঘাটের ৮০ নম্বর বাসার বাসিন্দা তানভির আইমেদ আম্বরখানাস্থ প্রত্যাশা নামক একটি মাদক নিরাময় সংস্থায় কাজ করতেন। গতকাল রাতে ওই সংস্থা থেকে ফিরে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান তানভির। পরদিন শুক্রবার দুপুর পর্যন্ত দরজা না খোলায় এবং ডাকাডাকি করে তার কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে তানভিরের রক্তমাখা লাশ উদ্ধার করে।’

ওসি জানান, তানভির মাদকসেবী ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তানভিরের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..