জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৫

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৫

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারী সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পৌর শহরের পশ্চিম ভবানীপুর গ্রামে।

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় আহতরা হলেন জর্ডান প্রবাসী নাসিমা বেগম (২০), ফুলতেরা বিবি (৬৫), ঝুনু বেগম (৪০), সোনারা বেগম (৩০) ও আবুল হাসান (৪৫)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, ২৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর গ্রামের আহত নারী ফুলতেরা বিবি ও তাঁর পরিবারের লোকজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সামান্য ঝগড়া-বিবাদ হয়।

Manual8 Ad Code

এ সময় তাদের প্রতিবেশি জুনাব আলী ও তার লোকজন আহত নারীদের ঝগড়াকে নিজে টেনে নিয়ে যায় এবং জুনাব আলীর জামাতা আজাদ আলী সহ কয়েক জনের হামলায় একই পরিবারের নারী সহ ৫ জন আহত হন।

এ ব্যাপারে আহতরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদেরকে মারপিট করে ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নিয়েছে। এছাড়া প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় আমাদের বাড়ির জায়গা দখল করতে এবং বাড়ি থেকে তাড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে আমাদেরকে নানাভাবে যন্ত্রনা দিয়ে আসছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..