বিয়ানীবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

বিয়ানীবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বিয়ানীবাজার থেকে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবা রাখার দায়ে এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর এর নেতৃত্বে পুলিশ বিয়ানীবাজার-সিলেট সড়কের ঢেউনগর এলাকা থেকে তাদের আটক করে। আটক দুজন হলো- জকিগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের মৃত ইলাছ আলীর ছেলে আমির হোসেন (৩২) ও বিয়ানীবাজার উপজেলার উত্তর শ্রীধরা গ্রামের ফয়সল আহমদের স্ত্রী সালমা বেগম (৩৮)।

Manual2 Ad Code

এসময় তাদের দেহ তল্লাশি করে আমির হোসেনের পকেট থেকে ১ হাজার পিস ও সালমা বেগমের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহ্বুবুল আলম জানান- আটক দুজন দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় নিজেদের ভাই-বোন পরিচয় দিয়ে গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেটগুলো ভারত থেকে জকিগঞ্জ সীমান্ত দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট নিয়ে যাচ্ছিল মর্মে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এসআই মো. কামরুল আলম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় (মামলা নং-১৩, তারিখ-২৬/০৬/২০১৯খ্রিঃ) মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..