সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: নগরীর কদমতলী এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ৯। বুধবার (২০ মার্চ) রাত পৌনে ১২ টার দিকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জুনায়েদ আহমদ (২০)। সে দক্ষিণ সুরমা থানার আলমপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
গ্রেপ্তার জুনায়েদ আহমদকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd