জকিগঞ্জে বিধবাকে শ্লীলতাহানি, বাবা ও ৩ ছেলের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

জকিগঞ্জে বিধবাকে শ্লীলতাহানি, বাবা ও ৩ ছেলের বিরুদ্ধে অভিযোগ

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে এক বিধবা নারীকে শ্লীলতাহানির ঘটনায় আব্দুর রহিম ও তার তিন ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual3 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দরিয়াপুর গ্রামের জনৈক বিধবা নারীকে (৩২) একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রুহুল আমিন (২০) প্রায় সময়ই মোবাইল ফোনে অশালীন কথাবার্তা বলতেন। বিষয়টি আব্দুর রহিমকে জানিয়েও বিচার পাননি ওই নারী। গত ৩ মার্চ দুপুরে আব্দুর রহিম (৬৫) তার তিন ছেলে বদরুল ইসলাম (৩০), বাহার উদ্দিন (২৭) ও রুহুল আমিনকে সাথে নিয়ে ওই নারীর ঘরে ঢুকে তাকে মারপিট করেন। ওই সময় বদরুল ইসলাম টেনেহিচড়ে ওই নারীর শ্লীলতাহানি করেন, অন্যরা মালামাল লুট করে নিয়ে যান।

স্থানীয়দের সহায়তায় ওই নারী জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

Manual8 Ad Code

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এএসআই আলমগীর হোসেন শুক্রবার বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..