সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রোঃ গ ২৯-০১৩০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বিদ্যুতের খুটির উপর উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (০৬ মার্চ) সকাল ৭টার দিকে গোয়াইনঘাটের বাঘের সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। কবির হোসেন’র ছেলে নিহত জাহিদ হোসেন ঢাকা তুরাগ থানার যাত্রবাড়ির উত্তরা ১৪ নং সেক্টরের বাইল ঝুড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে প্রাইভেটকারটি জাফলং যাচ্ছিলো। পথে বাঘের সড়ক এলাকায় এসে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা বিদ্যুতের খুটির উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রি জাহিদ হোসেন মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ বলেন, খবর পেয়ে আমরা নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd