জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান২১টি শ্যালো মেশিন বিনষ্ট

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান২১টি শ্যালো মেশিন বিনষ্ট

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ২১টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে জাফলংয়ের মন্দিরের জুম ও নয়াবস্তি এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কয়েকটি গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিনে অগ্নি সংযোগ ও হ্যামার দিয়ে ভাঙচুর করে তা বিনষ্ট করা হয়।
এসময় গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, থানার সেকেন্ড অফিসার (এসআই) জুনেদ আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রমজান আলীসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে ইউএনও বিশ^জিত কুমার পাল বলেন, পান-সুপারির বাগান ধ্বংস করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..