সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
ক্রাইম ডেস্ক রিপোর্ট :: কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ধলাই দক্ষিণ বালুমহালে চলছে অরাজকতা,বালু লুটপাট ঠেকাতে স্হানীয় বাসিন্দারা মামলা ও সামাজিক প্রতিবাদ করেও থামানো যাচ্ছেনা তাদের সীমাহীন লুটপাটের চিত্র। এমনটা জানিয়ে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে গত ২ রা নভেম্বর সিলেটের স্হানীয় ক্রাইম সিলেট অনলাইন পোর্টালে সংবাদ প্রচারিত হয়।
যাহার শিরোনাম ছিলো-“কোম্পানীগঞ্জে বালুখেকোরা এখনো সক্রিয়: বিলীন হচ্ছে বাজার-বসতি, নীরব প্রশাসন”নামে।
সংবাদটিতে স্হানীয়দের বক্তব্যসহ জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর কঠোর আইনী পদক্ষেপ দাবী করা হয়।
সংবাদ প্রচারে ধলাই তীরের উত্তর রাজনগর /বুধবারী বাজার এলাকায় গুন্জন শুরু হলে ১৭ জন ব্যক্তির মধ্যে কয়েকজন অভিযুক্ত ব্যবসায়ী/সাধারণ শ্রমিক প্রকাশিত সংবাদের সত্যতা ভিত্তিহীন বলে দাবি করেন।
ক্রাইম সিলেট ডেস্ক কতৃপক্ষের কাছে তারা দাবি তুলেন একটি কুচক্রী মহল আমাদের বৈধ ব্যবসা লিজকৃত এলাকায় বালু রয়েলটি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি অন্যদিকে কেউবা সাধারণ শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ একদল স্বার্থান্বেবশী মহল হীন উদ্দেশ্যে উপরোক্ত স্হানে নদীপাড়ে আমাদের নিজস্ব বা ক্রয়কৃত ভূমি না থাকা স্বতেও ভূল তথ্য দিয়ে বালু লুটে জড়িত করে সংবাদ প্রচার হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপরোক্ত সংবাদে ভিন্নমত পোষণ করিলাম।
প্রতিবাদ ও ভিন্নমত পোষণকারীরা হলেন,
উত্তর রাজনগর গ্রামের বাসিন্দা ১মোড়ল মিয়া, ২/মশক আলী, ৩/আমির হোসেন,৪/শামীম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd