ফেইসবুকে পোস্টের জের ধরে প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ১

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

ফেইসবুকে পোস্টের জের ধরে প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ১

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজরে প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামে ফাহিম ফয়সলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠাকে ইঙ্গিত করিয়া ফেইস বুক পেইজে বিভিন্ন লেখা-লেখি ও কমেন্টের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট শাখার সাবেক ছাত্রদলের সদস্য ফাহিম ফয়সলের বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় বৈষম্যবিরোধী নেতা সালেহ, কবির ও নজরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন ফাহিম ফয়সলের মাতা শেফা বেগম (৪৭) ঘর থেকে বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে ফাহিম ফয়সলকে খুঁজতে থাকে। তখন তারা ফাহিম ফয়সলকে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। ফাহিম ফয়সাল বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে শেফা বেগমকে মারধর করে। তখন তিনি চিৎকার করলে এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাহারা পালিয়ে যায়। তবে যাবার সময় হুমকি ধামকি দিয়ে যায়, ফাহিম ফয়সালকে তাদের হাতে তুলে দিতে হবে। ফাহিম ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্ঠার বিরুদ্ধে মানহানীকর পোষ্ট ও কমেন্ট করে সমাজে ও রাষ্ট্রে বিদ্বেষ ছড়াইতেছে। ফাহিম ফয়সালকে যেখানে পাবে তাকে হত্যা করবে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..