সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট রঞ্জিত

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট রঞ্জিত

Manual6 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী জনতার রঞ্জিত মাঠ চষে বেড়াচ্ছেন।

Manual5 Ad Code

তিনি সুনামগঞ্জ-১আসন তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা,মধ্যনগরের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দিন রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা জনগনের কাছে তুলে ধরছেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৫ মে )তাহিরপুর উপজেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সদর, বাদাঘাট বাজার, একতা বাজার লালঘাট সহ বিভিন্ন বাজারে গণসংযোগ করে সরকারের উন্নয়নমূলক কার্মকান্ডের প্রচার-প্রচারণা চালিয়ে যান । এসময় আগামী সংসদ নির্বাচনে ভোটারদের কাছে নৌকাকে বিজয়ী করার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন ।ইতিমধ্যে তিনি দীর্ঘ ১৫ বৎসর বিরামহীনভাবে প্রচার-প্রচারণা চালিয়ে এলাকার দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের দৃষ্টি কেড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

বিভিন্ন বাজারে গনসংযোগে চলাকালে তার সাথে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা,আওয়ামীলীগ নেতা আজিজুল হক,আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হোসেন মিয়া , তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া,সুজিত দাশ,বাবুল মিয়া,বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম,তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেনে, প্রচার সম্পাদক সুমন দাস,আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শাকিল,আওয়ামীলীগ নেতা শেখ গোলাম কাদির সুজন, এডভোকেট রিজভী,নারজেল, ,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, সুজন মিয়া,আশরাফুল ইসলাম রাজন প্রমুখ।

তৃণমূলের আস্থা সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওরাঞ্চলের সন্তান এডভোকেট রনজিত সরকার বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিগত ১৫ টি বৎসর হাওর বাশীর সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। করুনা মহামারিতেও জীবনের ঝুকি নিয়ে নেতা কর্মীদের পাশে থেকে কাজ করেছি তাদের সহযোগিতা করেছি।প্রলয়ঙ্কারী বন্যায় যখন চারদিকে হা হা কার করছিল তখনো আমি আমার সাধ্যানুযায়ী নেতা কর্মীদের সাথে নিয়ে জনগনের দোয়ারে দোয়ারে ছুটে গিয়েছি।আমি হাওরের শন্তান হিসেবে আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিলে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হয়ে এই আসনটি উপহার দিতে পারবো।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..