শান্তিগঞ্জে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বাণিজ্য!

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

শান্তিগঞ্জে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বাণিজ্য!

Manual7 Ad Code

শান্তিগঞ্জ সংবাদদাতা: নিয়মনীতির তোয়াক্কা না করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গ্রাম-গঞ্জের বিভিন্ন বাজারে যত্রতত্র চলছে গ্যাস সিলিন্ডারের রমরমা ব্যবসা। বাসাবাড়িতে এলপি গ্যাসের চাহিদা থাকায় বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা ছাড়াই দোকানগুলোতে বিক্রি হচ্ছে গ্যাসভর্তি সিলিন্ডার। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা সচেতন মহলের।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সরেজমিন দেখা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন বাজারে যত্রতত্র বিক্রি হওয়া এসব অধিকাংশ দোকানেরই এলপি গ্যাস বিক্রির কোনো অনুমোদন নেই। মুদির দোকান থেকে শুরু করে চায়ের দোকান, লোডের দোকান, প্লাস্টিক সামগ্রীর দোকান এমনকি রাস্তার পাশে এলপি গ্যাস সারিবদ্ধ রেখে অবাধে বিক্রি করা হচ্ছে। এসব দোকানে নেই আগুন নির্বাপক যন্ত্র। আর সেই যন্ত্র না থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার প্রতিকারও জানা নেই এসব ব্যবসায়ীর। যার ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমন আশঙ্কা সাধারণ পথচারীদের।

Manual5 Ad Code

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, কোন প্রকার লাইসেন্স ছাড়াই অসংখ্য ব্যবসায়ী এ ব্যবসা করছেন। লাভজনক ব্যবসা হওয়ায় সবাই এই ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তাও যত্রতত্র বিক্রি হচ্ছে এসব এলপি গ্যাস৷ যদি এদের বিরুদ্ধে দ্রুত কোন কার্যকরি প্রদক্ষেপ না নেয়া হয় যেকোন সময় ঘটবে বড় ধরনের দুর্ঘটনা।

 

সচেতন মহলের মতে, আইনের প্রয়োগ না থাকায় দিন দিন বেড়ে চলেছে যত্রতত্র সিলিন্ডার বিক্রি। এটি খুবই বিপজ্জনক। যারা কোন প্রকার নিয়ন না মেনেই ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত৷ নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমেই এর প্রতিকার হবে নতুবা নয়৷

 

মুঠোফোনে কথা হলে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জিসান রহমান নাবিক বলেন, যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা খুবই ঝুঁকিপূর্ন। লাইসেন্স বা সরকারি অনুমোদন না নিয়ে যেসব ব্যবসা প্রতিষ্ঠান এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসা করছে তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

Manual2 Ad Code

 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, আমরা এই অবৈধ সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করে আসছি। যারা লাইসেন্স ছাড়া যত্রতত্র ঝুঁকিপূর্ণ এই ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে৷ নিয়মবহির্ভূতভাবে কাউকে সিলিন্ডার বিক্রি করতে দেয়া হবে না৷

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..