বিশ্বনাথ খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন ‘রাইজিং স্টার

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৩

বিশ্বনাথ খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন ‘রাইজিং স্টার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ‘৭ম টি-টোয়েন্টি ইউনিয়ন লীগ’র শিরোপা ঘরে তুলেছে রাইজিং স্টার ক্রিকেট ক্লাব-৩ নাম্বার ওয়ার্ড।
শনিবার (১১ মার্চ) বিকেলে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয় চ্যালেঞ্জার ক্রিকেট ক্লাব-৪ নাম্বার ওয়ার্ডকে ৭৩ রানের হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় তারা।
খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের আরিফ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ৬ নাম্বার ওয়ার্ডের রাহাত আলী। এছাড়াও, সেরা ব্যাটার নির্বাচিত হন ৩ নাম্বার ওয়ার্ডের আরিফ ও সেরা বোলার নির্বাচিত হন একই ওয়ার্ডের হাসান।
খেলা শেষে এসোসিয়েশনের সভাপতি লিটন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান ও সংগঠক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সিলেটি ভাষায় নির্মিত নাটকসমূহের জনপ্রিয় অভিনেতা সাহেদ মোশাররফ (কটাই মিয়া)।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ক্রিকেট লীগের প্রধান পৃষ্ঠপোষক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক কার্যকরী সদস্য কবির আহমদ কুব্বার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবদুর রব রাজু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে’র (ভি-৭) সদস্য আনোয়ার হোসেন তৈরুছ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হবিবুল ইসলাম, ইউপি সদস্য বখতিয়ার আহমদ, পংকজ বিহারী দাস, রইছুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পারভিন বেগম, ফুলমালা বেগম, খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি হেলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থসারথী দাশ পাপ্পু প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ ও সহসাধারণ সম্পাদক রাহাত আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..