নাসুমের পরিবর্তে তাইজুলকে নিলেন তামিম

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

নাসুমের পরিবর্তে তাইজুলকে নিলেন তামিম

Manual8 Ad Code

ক্রীড়া ডেস্ক: ১ মার্চ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

 

ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সাকিব আল হাসান তো আছেনই। তার সঙ্গে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে কে থাকবেন তাইজুল ইসলাম নাকি নাসুম আহমেদ। প্রথম দুই ওয়ানডের দল ঘোষণার আগে এ নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষ পর্যন্ত অধিনায়ক তামিম ইকবাল বেছে নেন তাইজুলকে।

 

দল নির্বাচনের এই বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচকদের সঙ্গে বৈঠকের এই বিষয়টি সংবাদমাধ্যমে চলে আসায় হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক তামিম।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, সিলেকশন মিটিংয়ে আমি অনেক কিছুতে একমত পোষণ করি, অসম্মত হই। নির্বাচকদের ক্ষেত্রেও সেটা হয়। কিন্তু আমি, প্রধান কোচ, নির্বাচক, সবাই একটা টিমের মতো। আমরা যদি ব্যর্থ হই, সবাই মিলে ব্যর্থ হই। সফল হলে সবাই মিলে সফল। আমাদের মধ্যকার কোনো কথা মিডিয়ায় চলে আসা হতাশাজনক।

Manual7 Ad Code

 

তবে নাসুমকে বাদ দেওয়ার সিদ্ধান্তও যে সহজ ছিল না, সেটাও পরিষ্কার করেছেন তামিম। তিনি বলেন, নাসুমও খুবই ভালো করছে। সে যে অল্প সুযোগ পেয়েছে ওয়ানডেতে, সেখানে সে খুবই ভালো করেছে। টি-টোয়েন্টিতে তো ভালো করছেই। সবারই একটা চিন্তাধারা থাকে যে কোন ধরনের বোলিং আক্রমণ আপনি চান। আমরা ভেবেছি তাইজুলকে নিলে আরেকটু ভালো হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..