সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক আদেশে তাদের দুজনকে বদলি করা হয়।
এরমধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম-কে বাংলাদেশ পুলিশ ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে সিলেট রেঞ্জের ডিআইজি হয়ে আসছেন শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার)- পিপিএম। তিনি বর্তমানে ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের উপ-মহাপরিদর্শক হিসেবে রয়েছেন।
অপরদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (উপ-মহাপরিদর্শক) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলে এসএমপি কমিশনার হয়ে আসছেন মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার)- পিপিএম। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিওনের উপ-মহাপরিদর্শক হিসেবে রয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd