সিলেট ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩
কুলাউড়া সংবাদদাতা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, সারাদেশে বনবিভাগের ২ লাখ একরের অধিক ভূমি বেদখল হয়ে রয়েছে। পুরাতন আইনের জটিলতার কারণে নতুন আইন তৈরি করা হয়েছে- যা আগামী সংসদে পাশ করা হবে। নতুন আইন পাশের পর বেদখল সকল ভূমি উদ্ধারের উদ্যোগ নেয়া হবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুরস্থ বনবিভাগের নবনির্মিত অত্যাধুনিক রেঞ্জ অফিস ভবনের উদ্বোধনীতে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বনের জায়গা দখল করে অনেক জায়গায় কলকারখানা তৈরি করে জলবায়ুর পরিবর্তন করা হয়েছে। বন ভূমিকে সুরক্ষা করে জলবায়ুর পরিবর্তনের মোকাবেলা করতে হবে।
তিনি ৩৮ লাখ ৭৫ হাজার টাকায় নবনির্মিত একতলা রেঞ্জ অফিস ভবনের দ্বিতল ভবন ও বাউন্ডারি দেয়াল নির্মাণসহ পর্যাপ্ত বনকর্মচারী দেওয়ার আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বন্যপ্রাণীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, কুলাউড়া ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সহিদ ও সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd