সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছোট ভাই মোজাম্মেল হোসেন (৩৫) কুপিয়ে বড় ভাই মো. কবির মিয়াকে (৬৭) হত্যা করে। নিহত মো. কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মো. কবির মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পেছনের ডুবায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মোজাম্মেল মিয়ার হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথায় কোপ মারে। কোপের আঘাতে মো. কবির মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক । তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd