সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক: জ্বালানী তেল, বিদ্যুত ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শবিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলটি বের হয়। মিছিল নিয়ে নেতাকর্মীরা ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কামারখালি এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি এডভোকেট শেরেনূর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট মাসুক আলম, সেলিম উদ্দিন আহমদ, সৈয়দ তিতুমীর প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd