সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
জকিগঞ্জ সংবাদদাতা: লুৎফর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা আক্তার (১৮)। প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজের উদ্যেশে বাড়ি থেকে বেরোয়। কথা ছিলো ক্লাস শেষে বাড়ি ফিরবে সে। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ। মঙ্গলবার (৩০আগস্ট) দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার জালালাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অনিকা পরিবহন নামে একটি বাস উপজেলার আটগ্রাম স্টেশনে আসামাত্র বেপরোয়া গতিতে একটি দোকানে ঢুকে যায়। এসময় এক স্কুল ছাত্রীকে চাপা দেয় বাসটি। এতে প্রাণ হারায় এই ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আবুল কাশেম। এদিকে, আটগ্রাম বাস ষ্টেশনে বিক্ষোভ প্রদর্শন করছে স্কুল শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd