সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২
নিজস্ব ডেস্ক: আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
রোববার (২৮ আগস্ট) বিকেলে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
পরবর্তীতে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে, ২২ আগস্ট চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই আবার বাসায় ফেরেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd