সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী আব্দুল হাশিমকে (৩৯) আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে॥ হাশিম উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে।
পু্লিশ ও মামলা সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে হাশিম একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যায়লের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ আগস্ট সকালে সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে, স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে হাশিম উপস্থিত সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
গত বৃহস্পতিবার এ ঘটনাটি উল্লেখ করে জগন্নাথপুর থানায় ওই স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেন। পরে রাতেই থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আসামীকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান বলেন, কুখ্যাত ডাকাত হাশিমের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd