সিলেট ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য ফয়েজ আহমদকে রাতের আধারে দূর্বৃত্বদের হামলার প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের বাসিন্দা, ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য, ফকিরবাজারের ব্যবসায়ী, ফয়েজ আহমদকে গত বৃহস্পতিবার (১৮ আগষ্ট) রাত ১০.৩০ঘটিকার সময় ফকিরবাজার থেকে বাড়িতে যাওয়ার সময় রাতের আধারে রাস্তায় কিছু অসাধু লোক হামলা করে।
এর প্রতিবাদ হিসেবে ২০ আগষ্ট শনিবার বিকাল ৫.৩০ঘটিকায় স্থানীয় বর্ণি ইউনিয়ন পরিষদ মাঠে ব্যবস্হাপনা কমিটির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিম আব্দুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
উক্ত প্রতিবাদ সভায় ফকিরবাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় বক্তব্য প্রদান করেন বাজার কমিটির উপদেষ্টা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, আব্দুস শুকুর, আবদুল মুমিত, সহ-সভাপতি এনাম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষা দরদী সদস্য গিয়াস উদ্দিন কালন, ইউপি সদস্য লোকমান উদ্দিন বায়েছ, নুনু মিয়া, সাবেক ইউপি সদস্য সুবোধ চন্দ্র দাস, কৌশিক চন্দ্র দাস, আব্দুস সামাদ, সমাজসেবক লুৎফুর রহমান, রুহেল আহমদ, আবুল কালাম লুলাই, জুনায়েদ আহমেদ শিমুল।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মলিক, উপদেষ্টা সুনাম উদ্দিন, নিজাম উদ্দিন, মকবুল আলী, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলা উদ্দিন, এম মুন্তাজিম আলী কলেজের গভর্নিং বডির সভাপতি সুরমান আলী, বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদই, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বুদুর, ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ সুহেল আহমদ, সদস্য আলা উদ্দিন, ব্যবসায়ী সেলিম উদ্দিন, সমছ উদ্দিন, জিয়া উদ্দিন, এখলাছুর রহমান বলাই, আতিকুর রহমান, ফারুক উদ্দিন, লোকমান উদ্দিন, আব্দুল করিম, নজরুল ইসলাম, শামীম উদ্দিন, তাজ উদ্দিন, কয়েছ আহমদ, সুমন আহমদ, নিখিল বাবুসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ফকিরবাজারের ব্যবসায়ীবৃন্দ।
উপস্থিত বক্ততারা সাদা মনের মানুষ ফয়েজ আহমদকে যারা রাতের আধারে রাস্তায় হামলা করেছেন এর তীব্র নিন্দা জানিয়েছেন। হামলা কারীকে দ্রত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd