মোড়লদের যুদ্ধে আমরা সমস্যায় পড়েছি : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২২

মোড়লদের যুদ্ধে আমরা সমস্যায় পড়েছি : পরিকল্পনামন্ত্রী

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, মোড়লদের লড়াইয়ের কারণে আমরা সমস্যায় পড়েছি। তবে এ পরিস্থিতি থেকে উত্তোরণে আমরা কাজ করে যাচ্ছি।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে এসব কথা বলেন মন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।

 

মোড়লদের যুদ্ধের কারণে আমরা আমরা সমস্যা পড়েছি। আমাদের সরকার ধৈর্যের সঙ্গে এ সমস্যা সমাধানে কাজ করছে।

বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৪, ১৫ বছরে দেশে বৈপ্লবিক উন্নয়নে করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে যাচ্ছে। মাসখানেকের মধ্যে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আবার আমরা ঘুরে দাঁড়াবো। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন।

Manual4 Ad Code

 

মন্ত্রী আরো বলেন, বিএনপিসহ একটি মহল নানামুখী ষড়যন্ত্রের অপ্রচেষ্টা করছে। কিন্তু জনগণ জানে দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ায়ামী লীগই করে।

Manual6 Ad Code

ক্রাইম সিলেট/রায়হান

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..