দোয়ারাবাজারে মাদক বহন না করায় ১২ বছরের শিশু নির্যাতন

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

দোয়ারাবাজারে মাদক বহন না করায় ১২ বছরের শিশু নির্যাতন

Manual6 Ad Code

দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মাদকদ্রব্য বহন না করায় মাদক ব্যবসায়ীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১২ বছরের শিশু জুবায়েল।

Manual5 Ad Code

এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

অভিযোগে জানা যায়, মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বগুলা ইউনিয়নের ধর্মপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান একই গ্রামের হাফেজ মিয়ার ছেলে জুবায়েলকে মাদকদ্রব্য বহন করতে বলেন। এসময় সীমান্তের ওপার থেকে চোরাইপথে আনা নিষিদ্ধ মাদকদব্য বহন করতে রাজি হয়নি জুবায়েল। এতে ক্ষিপ্ত মাদক ব্যবসায়ী হাবিবের নেতৃত্বে ওই গ্রামের উকিল মিয়ার দোকান সংলগ্ন রাস্তার উপর শারীরিক নির্যাতনের খড়গ নেমে আসে শিশু জুবায়েলের উপর। বেধড়ক মারপিটে গুরুতর আহত জুবায়েলকে রক্ষাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

উল্লেখ্য, কিছুদিন আগেও মাদকদ্রব্য বহনে রাজি না হলে এক প্রতিবন্ধী ছেলে একইভাবে নির্যাতনের শিকার হয়। মূলত চিহ্নিত এসব প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সচরাচর ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি। ফলে মাদকদ্রব্যসহ ভারতীয় বিভিন্ন চোরাইপণ্যের ছড়াছড়িসহ অপরাধ কর্মকান্ড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই অপরাধজনিত এসব কর্মকান্ড প্রতিরোধে প্রশাশনিক হস্তক্ষেপ কামনা করছেন সমাজের শান্তিপ্রিয় লোকজন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনর্চাজ দেব দুলাল ধর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ‘মাদকদব্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগীতা একান্তই কাম্য। কেননা পুলিশই জনতা, জনতাই পুলিশ।

Manual2 Ad Code

ক্রাইম সিলেট/রায়হান

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..