সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২
নিজস্ব প্রতিবেদক : :সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি ও বিভিন্নজনের সঙ্গে প্রতারণার অভিযোগে সুজন মিয়া (৪১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার গাজিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুজন মিয়া সুনামগঞ্জ সদর থানার সরদঘর গ্রামের জইন উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে বদরুল আলম তুহিন নামের একজন বাদি হয়ে চাঁদাবাজি ও প্রতারণা মামলা দায়ের করেছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন দাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সুজন মিয়া বেশ কিছুদিন ধরে নিজেকে এমপি হাবিবুর রহমান হাবিব পরিচয় দিয়ে সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন ব্যক্তির কাছে নানা প্রকারের তদবির ও চাঁদা দাবি করে আসছেন। এছাড়াও বিভিন্নজনের সঙ্গে নানাভাবে প্রতারণা করছেন। বিষয়টি জানাজানি হলে গত ২২ জুলাই বদরুল আলম তুহিন দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সুজনকে সুনামগঞ্জের দিরাই উজেলার গাজিনগর গ্রামস্থ তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে র্যাব-৯। রবিবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে তাকে আদালতে প্রেরণ করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd