সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২২
পেশাগত মানোন্নয়ন, পারস্পারিক সহযোগিতা ও নিজেদের অধিকারের ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ইসরাইল আলী সাদেকের পরিচালনায় ও সভাপতি খান মোঃ গোলাম মোরশেদ এর সভাপতিত্বে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এ-র স্বপ্নদ্রষ্টা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপদেষ্টামন্ডলী এবং সারাদেশ থেকে আসা বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)এর কার্যনির্বাহী কমিটির সকল নেতাকর্মীরা অংশ নেন।
শত ব্যস্ততার মাঝে সারাদেশ থেকে সহকর্মীরা এসে নতুন কেন্দ্রিয় কমিটিকে অনুপ্রাণিত ও উৎসাহিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সভাপতি খান মোঃ গোলাম মোরশেদ এ মহাসচিব ইসরাইল আলী সাদেক। বিজ্ঞপি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd