‘সাদাপাথর’ পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত, চালক আটক

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

‘সাদাপাথর’ পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত, চালক আটক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পরিবহন বাসের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসের চালককে আটক করেছে। বর্তমানে নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর বারোটার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বহরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার খাইতগ্রামের রইছ মিয়ার স্ত্রী দুলভী বেগম (৪০) ও তার সন্তান সিদ্দিকুর রহমান সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মেঘেরগাঁও-এ যাচ্ছিলেন। রাস্তাপারাপারের সময় সাদাপাথর পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। তবে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

Manual7 Ad Code

এদিকে- দুর্ঘটনাকবলিত ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। তার নাম মোবারক হোসেন (২৫), সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত মফিজ আলীর ছেলে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..