শাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

শাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় বুলবুল আহমেদ (২২) নামের ওই ছাত্রের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা শাবি প্রশাসনকে খবর দেন।

ওসি নাজমুল হুদা খান জানান, বুলবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা প্রশাসনকে খবর দেন। তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পাশের গাজিকালুর টিলা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

মৃত ২২ বছরের বুলবুল আহমেদ লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি নরসিংদীতে।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ওই এলাকায় বুলবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা প্রশাসনকে খবর দেয়। তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

বুলবুল ছিনতাইকারীদের হামলার শিকার হন বলে জানিয়েছেন তার এক সহপাঠী।

Manual7 Ad Code

শিক্ষার্থী অমিত ভৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় বুলবুলকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় বুলবুল।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..