সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে এক মাদক কারবারিকে ধরে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাতে উপজেলার আন্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বেজুড়া গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে আব্দুল বাছির মিয়া (৩৪) কে ও তার আরেক সঙ্গীকে ২০ কেজি গাঁজাসহ স্থানীয় লোকজন আটক করে স্থানীয় ইউপি সদস্য আফজাল চৌধুরীর হাতে তুলে দিলে ইউপি সদস্যের নিকট থেকে দুই মাদক কারবারি পালিয়ে যায়। এসময় জনতা আবার ধাওয়া করে বাছির মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যপারে ইউপি সদস্য আফজাল চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- ২ জন মাদক ব্যবসায়ী ছিল। জনতা ২ জনকে আটক করে ঘেরাও করে রাখে। এ সময় পুলিশের গাড়ি দেখে ২ জন আবার পালিয়ে যেতে চাইলে জনতা একজনকে ধাওয়া করে ধরতে পারলেও আরেকজন পালিয়ে যায়।
মাধবপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের সত্যতা নিশ্চিত করে বলেন- একজনকে ধরতে পারলেও আরেকজন পালিয়ে যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd