সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সোমবার (১৮ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে জেলা সদস্য সচিব সন্দিপন শুভ ও কবি মিসবাহ জামিলের যৌথ সঞ্চালনায় ও আহবায়ক অধ্যাপক জান্নাত আরা পান্নার সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন, বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দিপন।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ, তা আজ পুরনো শকুনীদের থাবায় বাসের অযোগ্য হয়ে উঠেছে। এর মধ্য দিয়ে মুক্তযুদ্ধের বাংলাদেশে কালিমা লেপন করতে মরিয়া একটি চক্র। ফলে এরা বারবার সুযোগ খোঁজে এবং দেশকে আবারো লুটপাটের ধারায় নিয়ে যেতে চায়। বক্তারা বলেন, আজকে শুধু নড়াইল নয়-সারা বাংলাদেশে এই অশুভ শক্তি সাম্প্রদায়িকতার দাবানল ছড়িয়ে দিতে চায়। বক্তারা বলেন, দেশরক্ষা এবং অশুভ শক্তি মোকাবেলায় সরকারের পাশাপাশি দেশপ্রেমিক লোকদের জেগে উঠতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে যথার্থই সকল মানুষের বাসযোগ্য।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, এনামুল মুনীর, নাট্যকার ও কবি বাবুল আহমদ, গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এনাম উদ্দিন, কমরেড হিমাংশু মিত্র, মানবিক চিকিৎসক ডা. শামসুন নূর মানব, রসময় ভট্টাচার্য,গীতি কবি হরিপদ চন্দ,পরিতোষ ঘোষ চৌধুরী,আবদুল্লাহ আহমেদ,বাবলু আল মামুন,রমেন্দ্র মালাকার,মো.মান্নান মিয়া,রনি বৈদ্য, কৌশিক দেব, সেন্টু রঞ্জন কর,রোটারিয়ান এম এ রহিম,অর্জুন পাল ও রতন চক্রবর্ত্তী প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd