সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২২
জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুরে ঈদুল আযহার নামাজ পড়তে গিয়ে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গতকাল ১০ জুলাই রোববার সকাল সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের শেওলারটুক জামে মসজিদে ঈদুল আযহার নামাজের সময় ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানান,শেওলারটুক ও বাওয়ন হাওড় মৌজা মিলে ২৮ পরিবারের একটি সমাজ রয়েছে। বন্যাকবলিত এলাকা সিলেট,শেওলারটুক এলাকার ঈদগাহ পানির নিচে তলিয়ে যাওয়ায় মসজিদে ঈদের নামাজ পড়ার স্থান নির্ধারণ করা হয়। নির্ধারিত স্থানে সকাল ৮টায় ঈদের জামাত হওয়ার কথা ছিল। কিন্তু অনেকেই যাতায়ত দূর্ভোগের কারণে সকাল ৮ টায় পৌছাতে পারেনি ঈদগাহ ময়দানে,এতে ঈদের নামাজের জামাত শেষ করে ৪ টি পরিবারের লোকজন। বাকী ২৪টি পরিবার সোয়া ৮টায় ঈদের নামাজের জন্য মসজিদে প্রবেশ করলে তাদেরকে ঈদের নামাজ পড়তে দেয়নি প্রতিপক্ষরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শেওলার টুক মসজিদের মত্তুল্লী মাওলানা ইশরাক আলী দেরিতে আসা লোকজনদের জন্য দ্বিতীয় জামাতের কথা বলেন এসময় আব্দুল মান্নান, সাব্দুল,জমশের আলী দ্বিতীয় জামাত করতে দেওয়া হবে না বলে জানায় এবং ক্ষিপ্ত হয়ে বাওয়ন হাওড় ও শেওলার টুক এলাকার নিজাম উদ্দিন ও শেওলারটুক আবুল হোসেন’র উপর হামলা চালায় এতে আবুল মিয়ার ছেলে হায়দর আলীসহ ৭ জন গুরুতর আহত হয়। অপর পক্ষের সাব্দুল মিয়াসহ ৩ জন আহত হয়। আহতদের জৈন্তাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় গতকাল রোববার ১০ জুলাই নিজাম উদ্দিন বাদী হয়ে আব্দুল মান্নানসহ আরো ৯ জনের নাম উল্লেখ্য করে জৈন্তাপর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd