সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিপদে পড়েছেন তারেক হোসেন। সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের বাসিন্দা তারেক হোসেন। তিনি স্থানীয় টুকের বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদের লোকজন তার উপর হামলা চালিয়ে দোকান ভাংচুর করে।
পরে তিনি তার এক বন্ধু তামিমের কথায় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। তার পরামর্শ অনুযায়ী তারেক গত ৮ জুলাই ২০২২ তারিখে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং গণমাধ্যমের কাছে সংক্ষেপে ব্যাখ্যা করেন যে কীভাবে উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদের নির্দেশে আওয়ামী লীগের গুন্ডারা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ করে এবং তাহার ডান হাতে ছুরিকাঘাত করে দোকান সম্পূর্ণরূপে ভাঙচুর করে। এবং তার উপর আক্রমণ এবং দোকান ভাঙচুরের পর তিনি থানায় অভিযোগ করেন কিন্তু থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।
এবিষয়ে সংবাদ সম্মেলন করায় তারা ক্ষীপ্ত হয়ে তারেকের বাড়িতে প্রচণ্ড আক্রমণ চালায় এবং সবকিছু ভাঙচুর করা হয়। এমনকি তাদের বাড়ির কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd