বিশ্বনাথে বন্যার্তদের মাঝে যুবলীগ নেতা মুহিবের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

বিশ্বনাথে বন্যার্তদের মাঝে যুবলীগ নেতা মুহিবের খাদ্যসামগ্রী বিতরণ

Manual7 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বন্যার্ত প্রায় ৪ শতাধিক পরিবারের মধ্যে বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের উদ্যোগে ও তার পরিবার-প্রবাসী বন্ধুদের সহযোগিতায় ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বেবী কেয়ার স্কুল মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোক্তা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল এইচ শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, থানার এসআই মামুনুর রশীদ, সাংবাদিক নবীন সোহেল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মুহিবুর রহমান সুইটের পিতা আলহাজ্ব নূরুল হোসেন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, সাবেক মেম্বার ফজর আলী, বেবী কেয়ার স্কুলের প্রধান শিক্ষক আখলাকুর রহমান প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..