সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান থানা দিন মেজরটিলায় জামাত কর্মী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। খবর নিয়ে জানা যায় জাহাঙ্গীর হোসেন বাংলাদেশে জামাত ইসলামির একজন সক্রিয় সদস্য ছিলেন। ঘটনার দিন আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তাকে খুঁজিতে মেজরটিলায় তার বাসায় যায়। এক পর্যায়ে তারা জাহাঙ্গীরকে খুঁজতে চিল্লাচিল্লি শুরু করিলে জাহাঙ্গীরের মা বেরিয়ে এসে বলেন তার ছেলে উচ্চতর ডিগ্রির জন্য দেশের বাইরে চলে গেছে। একথা শোনার পর ছাত্রলীগ নেতা সায়েম, রায়হান, যুবলীগ নেতা হান্নান,সাহেদ এর নেতৃত্বে ১০/১৫ জন ঘরের ভেতরে ঢুকে ভাংচুর শুরু করে জাহাঙ্গীরের মাকে ঘর থেকে বাহির করিয়া দেয়। ঘটনার বিষয়ে জাহাঙ্গীরের মা বিলকিস বেগম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন তাহার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে আওয়ামী লীগ কর্মীরা তাকে বিতাড়িত করেছে। তিনি এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো তাহাকে বাসা ছেড়ে দেয়ার পরামর্শ দেয়। তিনি এর সুষ্ঠু বিচার চান। বর্তমানে অসহায় মহিলা বিলকিস বেগম তাহার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনার বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন ঘটনার বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd