সুনামগঞ্জে পানসী রেস্টুরেন্টের খাবারে পোকা, দক্ষিণ সুরমায় প্রতারণা

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

সুনামগঞ্জে পানসী রেস্টুরেন্টের খাবারে পোকা, দক্ষিণ সুরমায় প্রতারণা

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পানসী রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিতে আসা দুই স্বেচ্ছাসেবক। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। সিলেটের দক্ষিণ সুরমা পানসি রেস্টুরেন্টে কাস্টমারদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে।

অসুস্থ দুই স্বেচ্ছাসেবক হলেন এস এম মানবিক ফাউন্ডেশন ঢাকার প্রতিষ্ঠাতা সবুর আহমেদ ও সদস্য নজরুল ইসলাম। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

ভুক্তভোগীরা জানান, ত্রাণ বিতরণ করতে ২৫ সদস্যের একটি দল তিন দিন ধরে সুনামগঞ্জে অবস্থান করছেন। আজ সকালে তারা পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পানসী রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাবার খাওয়ার এক পর্যায়ে তাদের একজনের প্লেটে একটি চেলা পোকা পাওয়া যায়। এটি দেখে তারা সবাই বমি করতে থাকেন। এক পর্যায়ে দুজন বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অসুস্থ সবুর আহমেদ বলেন, ‘গত কয়েকদিন ধরে ঠিকমত খাওয়া দাওয়া হয়নি। তাই আজ সকালে পানসি রেষ্টুরেন্টে ভাত খেতে যাই। খাবার খাওয়ার সময় হটাৎ করে একজনের প্লেটে মৃত চেলা পোকা দেখতে পাই। পরে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ি।’

তিনি আরও বলেন,‘পানসির মতো একটি স্বনামধন্য রেস্টুরেন্টের এমন গাফিলতি কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি বিষাক্ত পোকা, পেটে গেলে যে কোনো কিছু ঘটতে পারে। দায়িত্বশীলদের আরো দায়িত্ববান হওয়ার অনুরোধ জানাই।’

সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক সৈকত দাস বলেন, ‘খাবারে পোকা দেখার পর স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিভাব চলে আসতে পারে। এটাকে আমরা ফুড পয়জনিং বলতে পারি। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। এখন তারা মোটামুটি সুস্থ আছেন।’

Manual7 Ad Code

পানসি রেস্টুরেন্টের সুনামগঞ্জ শাখার ম্যানেজার সোজাদ আহমেদ বলেন, ‘এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। আমরা কখনও চাই না কোন গ্রাহকের কষ্ট হোক এবং আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হোক। অসুস্থ হওয়া দুইজনকে আমরা নিজেরা উপস্থিত থেকে চিকিৎসাসেবা দিচ্ছি। আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে পরবর্তীতে এমন দুর্ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছি।’

Manual3 Ad Code

এদিকে সিলেটের দক্ষিণ সুরমা পানসি রেস্টুরেন্টে কাস্টমারদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ত্রাণ বিতরণ করে দুপুর খাবার খানে সেখানে। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করে। সাথে সাথে রেস্টুরেন্টের বিরুদ্ধে লাইভ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এমনকি প্রতারণার বিষয়টি উল্লেখ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..