সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : দেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়ালেন তৃণমূল থেকে উঠে আসা একজন নারী উদ্যোক্তা। সফল এই নারী উদ্যোক্তার নাম স্বপ্না বেগম। সিলেট নগরীর পূর্ব স্টেডিয়াম মার্কেটস্থ স্বপ্না ফিজিওথেরাপী এন্ড হিজমা সেন্টারের স্বাত্বাধিকারী তিনি।
নারী উদ্যোক্তার নাম স্বপ্না বেগম চলমান বন্যার শুরু থেকে বানবাসী মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে চলেছেন।
স্বপ্না বেগম বলেন, মানুষ মানুষের জন্য এই বাক্যটি বর্তমান বন্যায় আমাদের দেখিয়ে দিয়েছে। সারাদেশের মানুষ আমাদের সিলেটবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে এসেছেন। আমিও আমার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কাজের ফাঁকে ফাঁকে গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় পানি বন্ধিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd